Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পটিতে মূলত Information Technology এর ব্যবহার এর উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে । সুবিধাবঞ্চিত ও কম সুজোগপ্রাপ্ত মহিলারা যেন Information Technology এর ব্যবহারের সুযোগ গ্রহণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তাদের আত্ননির্ভরশীল করে গড়ে তুলতে পারে ও সহজে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য পেতে পারে সেই বিষয়টার উপর জোর দেয়া হয়েছে ।

প্রকল্পের কার্যক্রমসমূহঃ

১। তথ্যকেন্দ্রঃ  বাংলাদেশের ৪৯২ টি উপজেলার প্রত্যেকটিতে প্রকল্পের আওতায় একটি করে তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে । প্রতিটি তথ্যকেন্দ্রে ০১ জন তথ্যসেবা কর্মকর্তা ,০২ জন তথ্যসেবা সহকারী তথ্য প্রযুক্তি সেবা প্রদানের কাজে নিয়োজিত আছেন । এরাই প্রকল্প এলাকায় “তথ্য আপা”হিসেবে পরিচিত । তথ্য আপারা তথ্য কেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ,বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবা সমূহের সহজলভ্যতা নিশ্চিত করা, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্স ইত্যাদি নিশ্চিত করছেন । এ ছাড়া তথ্য আপারা ল্যাপটপ ও ইন্টারনেট ব্যবহার করে প্রকল্প এলাকাধীন গ্রামবাসীর বাড়িতে গিয়ে শিক্ষা ,স্বাস্থ্য,আইন,ব্যবসা,জেন্ডার এবং কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ক সেবা বিভিন্ন তথ্যসেবা প্রদান করে ।

তথ্যকেন্দ্র সমূহের সুবিধা গুলো হলোঃ –

ক. ইন্টারনেটের মাধ্যমে তথ্যসেবা প্রদানঃ তপ্রকল্পের উপকারভোগীগণকে বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল,স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং সেবা প্রদান করা হয় । এছাড়া চাকরির খবর, বিভিন্ন পরীক্ষার ফলাফল ,সরকারি বিভিন্ন সেবাসমূহের তথ্য বিনামূল্যে সরবরাহ করা হয় ।

 

খ. প্রাথমিক স্বাস্থ্যসেবাঃ তথ্যকেন্দ্র হতে মহিলা ও শিশুদের বিনা মূল্যে নিম্নলিখিত প্রাথমিক সেবা প্রদান করা হয়।

১.ব্লাড প্রেসার ২. ওজন ৩. ডায়াবেটিস পরীক্ষা ৪. তাপমাত্রা

 

গ. ডোর টু ডোর সেবাঃ তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারীগণ গ্রামের মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান করে থাকেন। তারা  গ্রামে ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে তথ্যপ্রযুক্তি সম্পর্কে আলোচনা করে ।